আউশগ্রাম ১: প্রায় ২৭ লক্ষ টাকা সাইবার প্রতারণার অভিযোগ, ভিনরাজ্য থেকে এক যুবককে গ্রেপ্তার করল গুসকরা ফাঁড়ির পুলিশ
প্রায় ২৭ লক্ষ টাকা সাইবার প্রতারণার অভিযোগে ভিনরাজ্য থেকে এক যুবককে গ্রেপ্তার করল গুসকরা ফাঁড়ির পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে প্রায় ৬ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজ সোলাঙ্কী। তার বাড়ি মধ্যপ্রদেশের ইন্দোর এলাকায়। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে তোলা হলে বিচারক আনুমানিক বিকাল সাড়ে ৪টা নাগাদ তাকে পাঁচদিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।