ফরাক্কা: ফারাক্কায় ১কোটি ৭০লক্ষ্য টাকা মূল্যের হেরোইন উদ্ধার ঘিরে সাংবাদিক বৈঠক SDPO র
গতকাল রাতে ফারাক্কা থানার শংকরপুর বাস স্ট্যান্ড থেকে এক কোটি ৭০ লক্ষ টাকার হিরোইন সহ দুইজনকে গ্রেফতার করে আজ সকালে জঙ্গিপুর আদালতের সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন চেয়ে পাঠালো ফারাক্কা থানার পুলিশ। জানা গেছে ফারাক্কা থানার পুলিশ গতকাল রাতে কলকাতা এসটিএফ এবং ক্রাইম সেল জঙ্গিপুর এর কাছ থেকে ইনফরমেশন পাই আর সেই ইনফরমেশনের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ফারাক্কার সংকলপুর বাস স্ট্যান্ড থেকে ২ যুবককে আটক করে ফারাক্কা থানার পুলিশ তোদের নাম জালাল শেখ ও মা