মাদারিহাট: শনিবার মাদারিহাট বীরপাড়া ব্লকে পালিত হল বীরসা মুন্ডার জন্মজয়ন্তী
শনিবার মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন এলাকায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হলো প্রয়াত স্বাধীনতা সংগ্রামী বীর বীরসা মুন্ডার জন্মজয়ন্তী। এদিন মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত অফিসের সামনে দিনটি পালন করে ব্লক প্রশাসন। ছিলেন মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ্পো, মাদারিহাটের বিডিও অমিতকুমার চৌরাসিয়া। বান্দাপানি চা বাগানে দিনটি পালন করে তৃণমূল কংগ্রেস। সেখানে তৃণমূলের এসটি সেলের জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য রমেশ ওরাওঁয়ের সঙ্গে ছিলেন মাদারিহাটের বিধ