বরজোড়া: বাঁকুড়া দুর্গাপুর 9 নম্বর সড়কে বেহাল রাস্তায় জল ছিটিয়ে ধুলো থেকে পথচলতি মানুষজন রক্ষা করছেন বড়জোড়া ট্রাফিক পুলিশ
বাঁকুড়া-দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়কের উপর দুর্গাপুর ব্যারেজের রাস্তা দীর্ঘদিন বেহালঅবস্থায় পড়ে রয়েছে। চরম সমস্যায় মানুয । এই আবস্থায় বড়জোড়া হাইওয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাস্তায় বালতি করে জল ছিটিয়ে ধূলা থেকে পথচলতি মানুষকে রক্ষা করছে।এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে ছেন পথচলতি মানুষজন