জলপাইগুড়ি: জলপাইগুড়িতে রাত ও দিনে ভাঙা রাস্তা মেরামতে নেমে পড়ল পুলিশ, ‘উলটপুরাণ’ ঘটনা টাউনে
জলপাইগুড়িতে রাতে ভাঙা রাস্তা মেরামতে নেমে পড়ল পুলিশ, ‘উলটপুরাণ’ ঘটনা টাউনে। জলপাইগুড়ি টাউন এলাকায় পাইপ লাইনের মেরামতির কাজ। সেই কাজের জেরে টাউনের বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে যায়। ফলে ভোর থেকে ওই রাস্তায় টোটো সহ ছোট যানবাহনের চলাচল ব্যাহত হতে থাকে। এই ভাঙা রাস্তায় একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে সাজঘরে বসে না থেকে নিজেদের উদ্যোগেই রাস্তামরামতির কাজে নেমে পড়েন জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের সদস্যরা— যা অনেক