আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ার শহর সংলগ্ন এলাকা থেকে উদ্ধার পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য জেলা জুড়ে
দমনপুর জঙ্গল থেকে পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এমনটাই জানা গেছে বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ।এদিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর ইষ্ট জঙ্গলে বনকর্মীরা টহল দেওয়ার সময় এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়।বনদফতর থেকে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। জানা গিয়েছে এই মৃত ব্যাক্তি পুলিশের কনস্টেবল পদে কর্মরত নাম রাজেন মাণ্ডি।কিছুদিন যাবৎ এই পুলিশ কর্মী নিখোঁজ ছিল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে নিয়ে আসে।