আজ কোচবিহার 1 নং ব্লকের অন্তর্গত ঘুঘুমারি অঞ্চলের কদমতলা এলাকায় জনসভা করতে আসেন তৃণমূলের সেকেন্ড ইন সাংসদ অভিষেক ব্যানার্জি। এদিন তিনি মঞ্চে এসে বক্তব্য রাখতে গিয়েই এস আই আর এ জীবিত ভোটারদের মৃত দেখানো ১০ জনকে রেম্পে নিয়ে আসেন। তাদের সামনে রেখেই নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে তীব্র কটাক্ষ করেন অভিষেক ব্যানার্জি। তিনি কি বলেছেন শুনবো