রাইপুর: মেলেড়া গ্রামের অন্নপূর্ণা পুজো পদার্পণ করল ৫৫ তম বর্ষে
Raipur, Bankura | Apr 16, 2024 রাইপুর ব্লকের মেলেড়া গ্রামে অনুষ্ঠিত হল অন্নপূর্ণা পুজো ও মেলা। মেলেড়া সম্মিলনী সংঘের পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয়। এবারের এই অন্নপূর্ণা পুজো ৫৫ তম বর্ষে পদার্পণ করল। এদিন সকালে খোল কীর্তন সহযোগে মঙ্গল ঘট আনায়ন করা হয় ও বেলা ১১টার সময় যজ্ঞ-পূজা অর্চনার মধ্য দিয়ে অন্নপূর্ণা পূজা শুরু হয়।