রায়গঞ্জ: জাল ও বিপদজনক ঔষুধের বিরুদ্ধে জনগনকে সচেতন করতে রায়গঞ্জে BCDA এর পদযাত্রা
জাল ও বিপদজনক ঔষুধের বিরুদ্ধে জনগনকে সচেতন করতে রায়গঞ্জে BCDA এর পদযাত্রা। রবিবার দুপুরে সংগঠনের জেলা সম্পাদক সুজন বোস জানিয়েছেন, রাজ্য জুড়ে একই সময়ে তাদের একই কর্মসুচী পালিত হচ্ছে। তাদের মুল উদ্দেশ্য হোলো ছাড়ের নামে অনেক অসাধু ব্যবসায়ী জাল ও বিপদজনক ওষুধ বিক্রি করছে। জনগনকে এর বিরুদ্ধে সচেতন হতে হবে। জনগনকে সচেতন করতে এই কর্মসুচী নিয়েছিলেন তারা। এদিন তাদের পদযাত্রা রায়গঞ্জ স্টেডিয়াম থেকে শুরু হয়, এবং ঘড়ি মোড়ে শেষ হয়।