রানাঘাট ১: উমরপুর থেকে মহিলা সহ 10 জন বাংলাদেশী ও 2 টাউট কেগ্রেফতার করলো হাসখালি পুলিশ,জেল হেফাজতের নির্দেশ রানাঘাট আদালতের
এস আই আর আবহের মধ্যেই মহিলা সহ 10 জন বাংলাদেশীকে গ্রেফতার করলো হাসখালি থানার পুলিশ। সূত্রের খবর, শনিবার রাতে হাসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায় উমরপুর গ্রামে লুকিয়ে আছে একাধিক বাংলাদেশি নাগরিক। আর এর পরই হাসখালি পুলিশ অভিযান চালিয়ে উমরপুর গ্রাম থেকে 10 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে 5 জন মহিলা ও 5 জন পুরুষ। পাশাপাশি ওই বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার অভিযোগে 2 জন টাউটকেও গ্রেফতার করেছে পুলিশ।