ভগবানগোলা ১: বাহাদুরপুরে SIR আতঙ্কে বয়স্ক ব্যক্তির মৃত্যু, গ্রামজুড়ে চরম উদ্বেগ
শুক্রবার ভগবানগোলা ব্লকের অন্তর্গত মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর মিয়াপাড়া গ্রামে SIR সংক্রান্ত আতঙ্কে মৃত্যু হল এক বয়স্ক ব্যক্তির। মৃত ব্যক্তির পরিবারের দাবি, সরকারি নথিতে বারবার নামের ভুলের কারণে তিনি দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা ও মানসিক চাপে ভুগছিলেন। ২০০২ সালের রেকর্ড অনুযায়ী তাঁর নাম ছিল ইরফান খান, কিন্তু ২০২৫ সালের আপডেটেড নথিতে নাম দেখানো হয় আত আলী খান। এই দুই ভিন্ন নথি মিল না হওয়ায় তিনি গত কয়েকদিন ধরে প্রবল আতঙ্কের মধ্যে ছিলে