খানাকুল ১: বালি তোলাকে কেন্দ্র করে পরিদর্শন,ভেউটিয়ায় গ্রামবাসীর বিক্ষোভের মুখে পরে এলাকা ছাড়লেন নবান্নের অধিকারিকরা
বালি তোলাকে কেন্দ্র করে পরিদর্শন,গ্রামবাসীর বিক্ষোভের মুখে পরে এলাকা ছাড়লেন অধিকারিকরা।ঘটনা পুরশুড়ার ভেউটিয়ার।জানা গেছে,কানা মুণ্ডেশ্বরী নদীর পলি উত্তরণের কাজ হচ্ছে এলাকায়।অভিযোগ,পলি তোলার নামে লরি লরি বালি ও মাটি পাচার হয়ে যাচ্ছে।নদীর মধ্যে বিভিন্ন জায়গায় গর্ত করা হচ্ছে।এতে নদীর বাঁধ দুর্বল হয়ে বন্যায় ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।কাজে বাধা দিলে সোমবার অধিকারাকরা বোঝাতে এলে গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়েন।ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়।