আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ারে এসে রাজবংশীদের পেলকা,সিদলের ছেকা দিয়ে দুপুরের খাওয়া সারলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
বুধবার আলিপুরদুয়ার সফরে এসেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।এদিন জেলা সফরে বিভিন্ন এলাকায় ঘুরে বিকেল পাঁচটা নাগাদ তিনি দুপুরের খাওয়া সারেন আলিপুরদুয়ার -১ ব্লকের দক্ষিণ চকোয়াখেতি গ্রামে।সেখানে উপস্থিত ছিল আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ,বিজেপির জেলা সভাপতি মিঠু দাস সহ আলিপুরদুয়ার , জলপাইগুড়ির বেশ কয়েকজন নেতা ।দুপুরে বিপ্লব রাজবংশীদের খাওয়া সজনা ও পুঁই দিয়ে পেলকা দিয়ে খান।