সুতি ২: ভাগ্য নয়, বিপদ! কালীপুজোর রাতে জুয়া খেলতে গিয়ে ধরা পড়লেন ৩০ জন
ভাগ্য পরিবর্তনের আশায় রাতভর চলছিল জুয়ার আসর। কিন্তু শেষ পর্যন্ত সেই “ভাগ্য”ই ফিরল না, উলটে পড়ল ঘোর বিপত্তিতে! কালীপুজোর রাতেই পুলিশের জালে ধরা পড়লেন একাধিক জুয়াড়ি। ঘটনা মুর্শিদাবাদ জেলার সুতিতে। মঙ্গলবার দুপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে সুতির বিভিন্ন এলাকার গোপনে বসেছিল একাধিক জুয়ার আসর। সেইসব আসরে বসে চলছিল টাকার খেলা— কে জিতবে, কে হারবে সেই উত্তেজনায় রাত জেগেছিল স্থানীয় বহু মানুষ।