হবিবপুর: কলাইবাড়ি এলাকায় ছাগলকে বাঁচাতে গিয়ে টোটোর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে আহত টোটো চালক
ছাগলকে বাঁচাতে গিয়ে টোটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গুরুতর আহত টোটো চালক তড়িঘড়ি তাকে বুলবুল চন্ডি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার হবিপুর থানার কলাইবাড়ি এলাকায়, জানা গেছে টোটো সামনে হঠাৎই একটি ছাগল চলে আসে সেই ছাগলকে বাঁচাতে গিয়ে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় এবং গুরুতর আহত হন টোটো চালক।