কালচিনি: বন্ধ চিনচুলা চা বাগানে পানীয় জলের তীব্র সংকট, সমস্যায় সমীকরা
একদিকে বন্ধ রয়েছে চা বাগান। অন্যদিকে শুরু হয়েছে পানীয় জলের সংকট। কালচিনি ব্লকের বন্ধ চিনচুলা চা বাগানে পানীয় জলের তীব্র সংকট, গত পনেরো দিন ধরে তীব্র জলসংকট চলছে বলে শনিবার জানালেন শ্রমিকরা। উল্লেখ্য দুর্গাপূজার আগে, গত ২৬ সেপ্টেম্বর বোনাস বিবাদের জেরে বাগানটি বন্ধ হয়ে যায়। এরপর থেকেই ক্রমে বাড়তে থাকে শ্রমিক মহল্লাগুলির ভোগান্তি। প্রায় দুই সপ্তাহ আগে আচমকা বাগানের ফ্যাক্টরির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যার দরুন শুরু হয়েছে পানীয় জলের সংকট।