বরজোড়া: বিহার জয় বিজেপির, সেই খুশিতে বড়জোড়ায় চৌমাথা মোড়ে লাড্ডু বিতরনে সাংসদ সৌমত্র খাঁ
২০২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জনের বছর! বিহারের জয়ের ধাক্কা এবার পৌঁছে গেছে . এই ঐতিহাসিক পরিবর্তনের প্রত্যাশাকে সামনে রেখে আজ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বড়জোড়ায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সাথে নিয়ে বড়জোড়া চৌমাথায় লাড্ডু বিতরণ করলেন সাংসদ।