ময়ূরেশ্বর ১: বোমাতো রেগুলার বাধা হচ্ছে সেগুলো অসৎ উদ্দেশ্যেই বাধা হয়, মল্লারপুরে মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক
বোমাতো রেগুলার বাধা হচ্ছে সেগুলো অসৎ উদ্দেশ্যেই বাধা হয়, মল্লারপুরে আজ রাতে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথীন সেন। প্রসঙ্গত গত দুদিন আগেই ফের তাজা বোমা উদ্ধার বীরভূমে। পাড়ুই এর পর এবার ঘটনাস্থল ইলামবাজার। একটি পাত্রে বোমাগুলো রাখা ছিল মাটির ভেতরে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বোম উদ্ধার করে। বীরভূমের ইলামবাজার থানার মহেশ্বরপুর গ্রামের ঘটনা। প্রায় ১০ পিস মত তাজা বোমা পাওয়া গেছে।