রায়গঞ্জ: ১২ নাম্বার জাতীয় সড়কের সুর্যাপুর টোলে পথ দুর্ঘটনায় এক বৃহন্নলার মৃত্যুতে চাঞ্চল্য এলাকায়
১২ নাম্বার জাতীয় সড়কের সুর্যাপুর টোলে পথ দুর্ঘটনায় এক বৃহন্নলার মৃত্যুতে চাঞ্চল্য এলাকায়। মঙ্গলবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃত বৃহন্নলার নাম চন্দন বর্মন, বাড়ি হেমতাবাদের ডেহুচি এলাকায়। সে সুর্যাপুর টোলে মানুষের কাছে অর্থ সাহায্য তুলতো। তারা প্রাথমিক ভাবে জানতে পেরেছেন এদিন সকালে আচমকা একটি বাস তাকে ধাক্কা মারে। তাকে কানকি স্বাস্থ্য কেন্দ্রে, এবং পরে রায়গঞ্জ মেডিকেলে আনে তারা৷ সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।