গোপীবল্লভপুর ১: ১৬ই ডিসেম্বর রাজ্য জুড়ে অঙ্গীকার যাত্রার সমর্থনে গোপীবল্লভপুরে মিছিল ও সভা করল জাগো নারী জাগো বহ্নিশিখা সংগঠন
মহিলাদের মর্যাদা ও সম্মান রক্ষায় আগামী ৯ ই ডিসেম্বর থেকে ১৬ ই ডিসেম্বর রাজ্য জুড়ে অঙ্গীকার যাত্রার সমর্থনে গোপীবল্লভপুরে মিছিল ও সভার আয়োজন করল জাগো নারী জাগো বহ্নিশিখা সংগঠন। রবিবার বিকালে গোপীবল্লভপুর বাজারের বুকে প্রথমে সংগঠনের মিছিল হয় তারপর হাতি বাড়ি মোড়ে একটি সভার আয়োজন হয়। মিছিল ও সভা থেকে আগামী ১২ ই ডিসেম্বর ঝাড়গ্রাম থেকে যে অঙ্গীকার যাত্রা শুরু হবে তাতে সকলকে যোগ দেওয়ার আহ্বান করা হয়।