উত্তর সোহারই এলাকায় বিতর্কিত মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা। মঙ্গলবার দুপুরে আক্রান্ত সাগর সেনের অভিযোগ, সালিশি সভার আগের রাতেই অভিযুক্ত পবিত্র রায়, প্রতাপ রায় ও দিনু মাহাতো বিজেপির বুথ সভাপতি সাগর সেন ও তার বাবার উপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তাদের কে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রতাপ রায়ের আত্মীয়। ঘটনাকে কেন্দ্র করে অযথা রাজনৈতিক রং লাগানোর অভিযোগও তোলেন তৃণমূলের বুথ সভাপতি নারায়ণ শর্মা।