ওন্দা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে সারা ভারত ফরোয়ার্ড ব্লকের পক্ষ থেক ওন্দা উচ্চবিদ্যালয়ে একটি কর্মীসভা অনুষ্ঠিত
Onda, Bankura | Nov 9, 2025 আগামী ২০২৬ সালের বিধান সভা নির্বাচনকে সামনে রেখে, পার্টির বাংলা কমিটির সাধারণ সম্পাদক কম নরেন চট্টোপাধ্যায় এবং বাঁকুড়া জেলার অবজারভার তথা পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য কম ডাঃ অসীম সিনহার উপস্থিতিতে সারা ভারত ফর ওয়ার্ড ব্লক, ওন্দা বিধান সভার, বিধান সভা ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত হল ওন্দা উচ্চ বিদ্যালয়ে।