মেদিনীপুর: মাস্টার প্ল্যান হলে ঘাটালও বাঁচবে, দাসপুরও বাঁচবে; মেদিনীপুরে জানালেন রাজ্যের সেচমন্ত্রী
ঘাটাল মাস্টার প্ল্যান হলে ঘাটালও বাঁচবে, দাসপুরও বাঁচবে। মেদিনীপুরে জানালেন রাজ্যের সেচমন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া। মুখ্যমন্ত্রীর বার্তার পরই বুধবার ঘাটালে মাস্টার প্ল্যান সংক্রান্ত একটি বৈঠক করেন রাজ্যের সেচমন্ত্রী। তারপরই সন্ধ্যা নাগাদ মেদিনীপুরে মাস্টার প্ল্যান সংক্রান্ত বিস্তারিত জানান রাজ্যের মন্ত্রী।