খানাকুল ১: টোটো ইউনিয়নের সহ-সম্পাদক কে মারধরের অভিযোগ,তৃণমল কর্মীকে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ আরামবাগে
টোটো ইউনিয়নের সহ-সম্পাদক কে মারধরের অভিযোগ।শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ।জানা গেছে,গতকাল আরামবাগ স্টেশনে টোটো ইউনিয়নের সহ-সম্পাদকের সাথে তৃণমূল কর্মীর বচসা বাধে তার পরেই মারধার করা হয়।ঘটনায় আহত আরামবাগ মেডিক্যালে ভর্তি।প্রতিবাদে এদিন হাসপাতাল মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় টোটো ও অটো ইউনিয়নের সদস্যরা।তারা তৃণমূল কর্মীর গ্রেফতারির দাবি তোলেন।ঘটনায় অবরুদ্ধ হয়ে পরে সড়ক।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কর্মী।