সাঁইথিয়া: আহমেদপুর জয়দুর্গ গার্লস হাই স্কুলে ছাত্রছাত্রীদের সচেতনতা বার্তা প্রদান
আজ শনিবার আনুমানিক দুপুর তিনটে নাগাদ বীরভূম জেলার সাঁইথিয়া থানার অন্তর্গত আহমেদপুর জয়দুর্গ গার্লস হাই স্কুলে হাপবেলা পর ছাত্রীদের সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। বার্তায় বলা হয়—রাস্তায় অসুস্থ বা অসহায় কাউকে দেখলে মানবিক দায়িত্ব নিয়ে স্থানীয় ডাক্তারখানা বা হাসপাতালে পৌঁছে দিতে হবে এছাড়া মোবাইল আসক্তি থেকে দূরে থেকে বইমুখী হওয়া, মাঠে সময় কাটানো ও