সাঁইথিয়া: গোবিন্দপুরে এসআইআর ফর্ম সমস্যা সমাধানে উদ্যোগী তৃণমূল ব্লক সভাপতি এমডি সাবের আলী খান
আজ মঙ্গলবার দুপুর প্রায় দু’টো নাগাদ বীরভূম জেলার সাঁইথিয়া থানার দেরিয়াপুর অঞ্চলের গোবিন্দপুরের বুথ নম্বর ৮৩ নাম্বার বুথের সাধারণ মানুষের মধ্যে এসআইআর ফর্ম নিয়ে সমস্যা দেখা দেয়। খবর পৌঁছাতেই তৃণমূল কংগ্রেসের সাঁইথিয়া ব্লক সভাপতি এমডি সাবের আলী খান নিজে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। তিনি কয়েকজন শিক্ষককে সঙ্গে নিয়ে বহু মানুষের এসআইআর ফর্ম ফিলআপ করে