বারাবনী: আগামী ২৬শে নভেম্বর কালা দিবস পালন শ্রমিক সংগঠনের, আসানসোল বৈঠক
আগামী ২৬শে নভেম্বর কালা দিবস পালন শ্রমিক সংগঠনের, আসানসোল বৈঠক কেন্দ্র সরকার গত ২১নভেম্বর থেকে শ্রমিক বিরোধী ৪টি লেবার কোড কার্যাকারী করেছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানবার জন্য এক আন্দোলন করা হবে সহ নানান কর্মসূচি নেওয়া হবে এই নিয়ে আজ দুপুর ৩টায় আসানসোলে শ্রমিক সংগঠনের নেতৃত্বদের intuc inttuc citu সহ একাধিক সংগঠনের বৈঠক করা হলো যেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে আগামী ২৬শে নভেম্বর কালা দিবস পালন করবে শ্রমিক সংগঠন