চাকদা: নকল সোনা বন্দক রেখে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, চাকদা থেকে গ্রেফতার যুবককে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত
Chakdah, Nadia | Nov 12, 2025 নকল সোনা বন্দক রেখে গোল্ড লোন কোম্পানির কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, চাকদা থেকে গ্রেফতার যুবককে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, গত বেশ কয়েকমাস আগে বহিরগাছি এলাকার বাসিন্দা এক যুবক রানাঘাটের এক গোল্ড লোন সংস্থায় সোনার গহনা রেখে কয়েক লক্ষ টাকা ঋণ নেয়। অভিযোগ, দীর্ঘদিন সুদ না দেওয়ায় ওই গোল্ড লোন সংস্থা ওই যুবকের গচ্ছিত রাখা সোনা নিলাম করতে গেলে দেখে সমস্ত সোনার গহনাই নকল।