কোচবিহার ১: SIR নিয়ে ডাওয়াগুড়ি অঞ্চলের নেতৃত্বদের সাথে বৈঠকে বসলো এক নং অঞ্চলের ব্লক সভাপতি
শনিবার দুপুর দুটো নাগাদ ডাওয়া গুরি অঞ্চলের নেতৃত্বদের সঙ্গে SIR নিয়ে বৈঠক করলো, এক নং অঞ্চলের ব্লক সভাপতি। একজন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই কারণে এলাকার তৃণমূল নেতৃত্বদের আরো বেশি করে সক্রিয় হওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়।