কুমারগ্রাম: দক্ষিণ নারারথলিতে জুয়ার আসরে হানা পুলিশের, গ্রেফতার ২, বাজেয়াপ্ত ১২১০ টাকা
দক্ষিণ নারারথলিতে জুয়ার আসরে হানা দিয়ে দু'জনকে হাতেনাতে পাকড়াও করল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে ১২১০ টাকা। বৃহস্পতিবার পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শশাঙ্ক বর্মন ও চিন্ময় দাস। শশাঙ্ক বর্মনের বাড়ি আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকের উত্তর পারোকাটা গ্রামে। অন্যদিকে, চিন্ময় দাস কুমারগ্রাম ব্লকের মধ্য নারারথলির বাসিন্দা। বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ ব্লক দক্ষিণ নারারথলিতে অভিযান চালায়।