জলপাইগুড়ি: জলপাইগুড়িতে শ্রমিক–বিরোধী চার শ্রম কোডের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ সিকিউরিটি অ্যান্ড কো-অ্যান্ড্রয়েড সংগঠন
জলপাইগুড়িতে শ্রমিক–বিরোধী চার শ্রম কোডের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হল সিকিউরিটি অ্যান্ড কো-অ্যান্ড্রয়েড সংগঠন। শনিবার বিকেলে LIC অফিসের সামনে সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি শ্রম কোড আইনের প্রতিলিপি আগুনে পুড়িয়ে প্রতীকীভাবে প্রতিবাদ জানান। সংগঠনের সম্পাদক অতুল্ল রায় বলেন, নতুন শ্রম কোড শ্রমিকদের অধিকারকে ক্ষুণ্ণ করবে এবং এটি শ্রমিক সমাজের জন্য একেবারেই বিধ্বংসী।