পাঁশকুড়া: রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশমতো আজ গৌরাঙ্গপুর ইশ্বরচন্দ্র নিম্ন বুনিয়াদি বেসিক বিদ্যালয়ে বর্ষবরণ উৎসব পালন করা হল
রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশমতো আজ সকাল 10:30 নাগাদ পাঁশকুড়ার গৌরাঙ্গপুর ইশ্বরচন্দ্র নিম্ন বুনিয়াদি বেসিক বিদ্যালয়ে বর্ষবরণ উৎসব পালন করা হলো, স্পেশাল মেনু হিসেবে ছিল লুচি ও ঘুগনি, শেষ পাতে ছিল মিষ্টি, নাচ গান ও আবৃতির মধ্য দিয়ে আজ বিদ্যালয়ে বর্ষবরণ উৎসব পালন করলেন ছাত্রছাত্রীসহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা, উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বেরাসহ একাধিক শিক্ষক শিক্ষিকারা.