ফালাকাটা: এসআইআরএর বিরোধিতায় বৃহস্পতিবার ফালাকাটায় মিছিল এবং পথসভা করল তৃণমূল
একদিকে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে তৃণমূল কংগ্রেস বিএলএ (BLA) নিয়োগও করেছে। অন্যদিকে আগা গোড়াই এসআইআরএর বিরোধিতা করে চলেছে রাজ্যের শাসকদলটি। বৃহস্পতিবার বিকেলে এস আই আর এর বিরোধিতায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটার টাউন ক্লাব থেকে ফালাকাটা চৌপথি পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল। এরপর ফালাকাটা চৌপথিতে পথসভায় এসআইআরএর বিরোধিতায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিকবড়াইক, চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, মাদ