মঙ্গলকোট: টোটোতে করে চোলাই পাচারের সময় একজন চোলাই কারবারিকে গ্রেপ্তার করল মঙ্গলকোট আবগারি বিভাগ, তারা টোটোটিকেও বাজেয়াপ্ত করেছে
টোটোতে করে চোলাই মদ পাচারের আগেই গতকাল একজন চোলাই কারবারিকে গ্রেপ্তার করে মঙ্গলকোট আবগারি বিভাগ। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ লিটার চোলাই মদ। শনিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, ধৃতের নাম সুরেশ দাস। তার বাড়ি বর্ধমানের হরিনারায়নপুর এলাকায়। আবগারি বিভাগ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান কাটোয়া রাস্তায় গতকাল সন্ধ্যায় নজরদারি চালাচ্ছিল আবগারি বিভাগের কর্মীরা।