রানাঘাট ২: শান্তিনগরে চুরির অভিযোগে হিজুলি থেকে গ্রেফতার এক যুবককে পুলিশ হেফাজতে পাঠালো রানাঘাট আদালত
চুরির অভিযোগে হিজুলি থেকে গ্রেফতার এক যুবককে পুলিশ হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, গত কয়েকদিন আগে ধানতলা থানার শান্তিনগর এলাকায় চুরির ঘটনা ঘটে। আর সেই চুরির ঘটনার তদন্ত শুরু করে এক যুবককে চিহ্নিত করে ধানতলা পুলিশ। আর এর পরই সোমবার রাতে চিহ্নিত ওই যুবককে হিজুলি থেকে গ্রেফতার করে ধানতলা পুলিশ। তদন্তের স্বার্থে মঙ্গলবার ধানতলা পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠালে বিচারক তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।