কৃষ্ণনগর ১: জলপাইগুড়ি জেলার মালবাজারে এক মহিলা BLO র মৃত্যু,কৃষ্ণনগরে সাংবাদিক বৈঠক CEO মনোজ আগরওয়ালের
প্রসঙ্গত কৃষ্ণনগরে এস আই আর প্রক্রিয়া খতিয়ে দেখতে আসেন সিইও মনোজ আগরওয়াল সহ নির্বাচনী আধিকারিকগণ।গতকাল রাতেই কৃষ্ণনগর সার্কিট হাউসে এসে পৌঁছান তারা। আজ সকাল ১১ টা নাগাদ জেলাশাসকসহ জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে SIR প্রক্রিয়া খতিয়ে দেখেন তারা। এরপর মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জলপাইগুড়ি জেলার মালবাজারে এক মহিলা BLO এর মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি।