দাসপুর ১: নাড়াজোলে মুখ্যমন্ত্রীর দেওয়া ট্রমা কেয়ার সম্বলিত অ্যাম্বুলেন্স এর উদ্বোধন করলেন MLA, পঞ্চায়েত সমিতির সভাপতি।
ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে থাকবে ৩৫ ধরনের চিকিৎসা পরিষেবা, যা বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চল ও দুর্গম এলাকার মানুষের জন্য উপকারী হবে। অ্যাম্বুলেন্স এর উদ্বোধন করলেন দাসপুর বিধানসভার বিধায়িকা মমতা ভূঁইয়া , উপস্থিত দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র , দাসপুর এক নম্বর ব্লকের বিডিও সহ স্বাস্থ্য আধিকারিকেরা। আজ থেকে শুরু হয়ে গেল এই ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স এর চিকিৎসা পরিষেবা।