রানাঘাট ১: ঘাঁটিগাছায় NH 12 এ ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ী, ঘটনায় মৃত 1, বর বউ সহ আহত 7, আহতরা রানাঘাট হাসপাতালে ভর্তি
বিয়ে করে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ী, ঘটনায় মৃত 1, বর বউ সহ আহত 7। আহতদের রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, স্বরূপ নগর এলাকার বাসিন্দা এক যুবক রবিবার মালদায় বিবাহ শেষে তার পরিবার নিয়ে স্ত্রীকে নিয়ে গাড়ী করে বাড়ী ফিরছিলেন। অভিযোগ, ফেরার পথে সোমবার ভোররাতে রানাঘাট থানার ঘাঁটিগাছা এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে ওই বরযাত্রীর গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লড়ির পিছনে ধাক্কা মারে। ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় 1 জনের।