বারাসাত ১: টিকিট কেটে যাতায়াত করুন রেলযাত্রীদের উদ্দেশ্যে বামনগাছিতে অনুরোধ রাখলেন ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান
বহু প্রতীক্ষা বহু সংখ্যক মানুষের দাবি বহু আন্দোলন সমস্ত কিছু পেরিয়ে শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের বামনগাছি রেল স্টেশনে প্রথমবারের জন্য থামলো এসি লোকাল ট্রেন, বেশ কয়েক মাস আগে থেকেই চালু হয়েছে শিয়ালদা বনগাঁ শাখায় এসি লোকাল ট্রেন, তবে শিয়ালদা বনগাঁ শাখার বামনগাছি রেল স্টেশনে এই ট্রেনের কোন স্টপেজ ছিল না, যার কারণে বামুনগাছির স্থানীয় মানুষ এবং রেল যাত্রীরা সকলে মিলে বহুবার রেল দপ্তরে নানাভাবে আবেদন আন্দোলন করে স্টপেজের দাবি