মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর উদ্যোগে হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত যুব তৃণমূলের নেতা-কর্মীরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কম্বলসহ শীতবস্ত্র তুলে দেন। আয়োজকদের মতে, শীতের তীব্রতা থেকে অসহায় মানুষদের সুরক্ষা ও তাঁদের পাশে মানবিকভাবে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।