রানাঘাট ১: নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে,অভিযুক্তকে 10 বছর সশ্রম কারা দণ্ডের নির্দেশ রানাঘাট আদালতের
নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে,অভিযুক্তকে 10 বছর সশ্রম কারা দণ্ডের নির্দেশ রানাঘাট আদালতের। সূত্রের খবর, 2019 সালের ফেব্রুয়ারি মাসে হাসখালি থানা এলাকার বাসিন্দা 6 বছরের এক নাবালিকাকে তারই বাড়ীতে পড়াতে এসে যৌন নিগ্রহ করে তার গৃহশিক্ষক। ঘটনায় ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সামনে আসে। আর এর পর নাবালিকার পরিবার হাসখালি থানায় অভিযোগ জানালে ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত গৃহশিক্ষক কে গ্রেফতার করে পুলিশ।