কোলাঘাট: কোলাঘাটের বরদাবাড়ে দিনদুপুরে ফের নৃশংস খুন,আজ জেলা শাসক ও পুলিশ সুপারকে নাগরিক সুরক্ষা কমিটির স্মারকলিপি
গতকাল বিকেলে কোলাঘাট থানার বরদাবাড় বাজার সংলগ্ন স্থানে তপতী মান্না নামে এক মাঝবয়সী বিধবা মহিলা খুন হয়েছেন। খুনীরা ওই সময় ভদ্রমহিলাকে একা পেয়ে গলায় গামছা বেঁধে শ্বাসরুদ্ধ করে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করে আলমারি ভেঙে সোনা/টাকা-পয়সা নিয়ে চম্পট দেয় বলে জানা গেছে। রাত্রি পৌনে আটটা নাগাত বিষয়টি জানাজানি হতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার রাত্রি 8টা নাগাদ কোলাঘাটে পতিক্রিয়া নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্রের।