লাভপুর: ইন্দাশ অঞ্চলে তৃণমূলের জনসভা কে সামনে রেখে প্রস্তুতি বৈঠক
Labpur, Birbhum | Nov 16, 2025 আগামী ২৯শে নভেম্বর লাভপুরে ইন্দাশ অঞ্চলে রয়েছে তৃণমূল কংগ্রেসের একটি জনসভা। আর সেই জনসভা কে সামনে রেখে আজ অর্থাৎ রবিবার বিকেলে ইন্দশ অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত হয়েছিল প্রস্তুতি বৈঠক।সেখানে হাজির ছিলেন, লাভপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা শ্রমিক সংগঠনের সভাপতি শোভন চৌধুরী সহ অন্যান্যরা।ওই বৈঠকে আলোচনা করা হয় যে,জনসভার দিন কত কর্মী সমর্থকদের সমাগম করা হবে।সভাস্থল কোথায় হবে কে উপস্থিত থাকবেন মূলত তা নিয়েই ওই বৈঠকে আলোচনা করা হয়।