তেহট্ট ১: দুর্ঘটনা আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে এসে মানবিকতার পরিচয় দিলেন তেহট্ট১প: সমিতির সভাপতি
শনিবার সকাল আনুমানিক নটার সময় শোলুয়া ধাওড়াপাড়ায় কযলার গাড়ির সঙ্গে , ধোপট্টের বাসিন্দা তথা মাছ বিক্রেতা ডাবু দফাদারের ধাক্কা লাগে, খবর পেয়ে সেখানে পৌঁছে যান তেহট্ট ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি ইমরান শেখ এবং আহত দাবু দফাদারকে চিকিৎসার জন্য সেখান থেকে নিজেই নিয়ে আসে তেহট্ট মহকুমা হাসপাতালে। এরপর সেখানে ডাবু দফাদারের অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় নদীয়া জেলা হাসপাতাল শক্তিনগরে।