মেদিনীপুর: উপযুক্ত নথি দিয়েই মেদিনীপুর শহরের বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের লোকজন এসআইআর এর কাজ সম্পন্ন করেছেন: সরফরাজ খান
এস আই আর শুরু হতেই নানা রকম জল্পনা ও ভয়ভীতি শুরু হয়েছিল মানুষের মধ্যে। সেই জনতা কাটিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ যাতে তাদের এসআইআর নির্বিঘ্নে সম্পন্ন করতে পারেন তার উদ্যোগ নেওয়া হয়েছিল। স্থায়ী একটি এস আই আর ফরম পূরণের ক্যাম্প করা হয়েছিল মেদিনীপুর টাউন মুসলিম কমিটির পক্ষ থেকে। শনিবার রাত পর্যন্ত সেই একই কাজে দেখা গিয়েছে টাউন মুসলিম কমিটির সম্পাদকসহ সদস্যদের। সম্পাদক সরফরাজ খান জানালেন-মুসলিমদের বেশিরভাগই উপযুক্ত নথি দিয়ে এস আই আর সম্পন্ন করেছেন।