ওন্দা: করুমপুরে বেলুট রসুলপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি তাপস বাড়িকে কটাক্ষ করলেন সোনামুখীর বিজেপি বিধায়ক
Onda, Bankura | Apr 2, 2024 পাত্রসায়ের ব্লকের বেলুট রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস বাড়িকে তীব্র কটাক্ষ করলেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী । সোনামুখী ব্লকের করুমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস বাড়িকে কটাক্ষ করেন তিনি ।