তুফানগঞ্জ ১: স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের দেহ উদ্ধার হল অন্দরনফুলবাড়ী এলাকায় রায়ডাক নদীতে
খবর পেয়েছি সোমবার দেহটিকে উদ্ধার করেছে পুলিশ এবং আগামীকাল দেহটি কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।। পুলিশ জানিয়েছে মৃতের নাম সৌরভ দাস (২৩) । তার বাড়ি কালিবাড়ি মোর এলাকায়। সৌরভ দাস নামে ওই যুবক কিছুটা মানসিক রোগে আক্রান্ত। এদিন রাইডাক নদীতে শালবাড়ি ঘাট এলাকায় স্নান করতে যায় সে। স্নান করতে নেমেই জলে ডুবে যায় সে। এরপরই কিছুটা দূরে দেহটি ভেসে ওঠে।