রাজগঞ্জ: মাল সুপারস্পেশালিটি হাসপাতালের জানালা থেকে পালালো এক রুগি,পরে উদ্ধার করল পুলিশ
শনিবার সন্ধ্যায় মাল সুপারস্পেশালিটি হাসপাতালের জানালা থেকে পালালেন এক রুগি। পালাল চিকিৎসাধীন রোগী।যদিও খবর কিছুক্ষণের মধ্যেই মালের বিডিও অফিস চত্বর এলাকা থেকে মাল থানার পুলিশ ধরে এনে ফের হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।জানা গিয়েছে কুমলাই গ্রামপঞ্চায়েতের বরদিঘি এলাকার বাসিন্দা মুকেশ কাছুয়া নামে ২৯ বছর বয়সীর ঐ যুবক হাসপাতালের পুরোনো বিল্ডিংয়ে ভর্তি ছিল।আজ সন্ধ্যায় সেই জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়।