রায়গঞ্জ: ভট্টদিঘীতে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবতী,ধোঁয়াশায় পরিবার,ময়না তদন্ত রায়গঞ্জ মেডিকেলে,ঘটনারতদন্তে পুলিশ
নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবতী,ঘটনায় চাঞ্চল্য ভট্টোদিঘী এলাকায়। রবিবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।এদিন দুপুরে পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় মৃত যুবতীর নাম রাফিয়া খাতুন ,বয়স ২০ বাড়ি রায়গঞ্জ থানার ভট্টদীঘি এলাকায়। পরিবারের দাবি শনিবার গভীর রাতে মৃত যুবতীর বাবা উঠেছিল সেই সময় মেয়ের ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে জানলা দিয়ে দেখতে গেলে ঘরের ভেতর মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।