গাজোল: চন্দন দিঘী বুথের মীরধা কুড়ি রায় পাড়া রাস্তার খারির সাকোর সংস্কারের কাজে হাত লাগানেন বিধায়ক চিনময় দেব বর্মন
Gazole, Maldah | Nov 24, 2025 গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দন দিঘী বুথের মীরধাকুরি রায়পাড়া এলাকা । রাস্তার মধ্যে থাকা খারির সাকো দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে । ছটি গ্রামের সংযোগকারী এই শাকো আজকেও এইভাবেই ভেঙে পড়ে রয়েছে। এলাকার মানুষ জীবনে ঝুঁকি নিয়ে খাড়ি পারাপার করে। স্থানীয় ওরা ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বিধায়ক কেউ জানিয়েছেন কোন কাজ হয়নি।বর্তমানে বিধায়ক চিনময় দেব বর্মন এলাকার মানুষের সমস্যা কথা শুনে এলাকায় গিয়ে পরিদর্শন করে ।